নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর দুর্গাপুরে হিন্দু ধর্মালম্বী কিশোরী সাথী কুমারী অপহরণের শিকার হয়নি স্বেচ্ছায় প্রেমিকের সাথে চলে যায়। তার প্রেমিক টুটুলের সাথে বিয়ে হওয়ার কথা হওয়ার কথা ছিল। সাথী দুর্গাপুর উপজেলার কয়া মাজমপুর এলাকার আনন্দ মন্ডলের মেয়ে। সে মাজমপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। গত সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সে একই গ্রামের ফেরদৌস আলীর ছেলে টুটুলের সাথে বাড়ি থেকে চলে যায়। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপারের সভাকক্ষে আয়োজিত
সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. শহীদুল্লাহ। আরো জানা গেছে, প্রায় চার বছর ধরে দুই জনের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। কিন্ত দুই জনে হিন্দু ও মুসলমান ধর্মালম্বী হওয়ায় কেউ সম্পর্ক মেনে নিতে চায়নি। আগামী ২৬ আগস্ট ওই মেয়ের অন্য জায়গায় বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের আগেই সে প্রেমিকের সাথে পালিয়ে যেতে চেয়েছিল। বিষয়টি তার বাবা দুর্গাপুর থানা পুলিশকে জানায়। পুলিশ বিষয়টি জানতে পেরে রাত সাড়ে ৯টার দিকে পুরাতন তাহেরপুর স্কুলের সামনে থাকায় অবস্থায় পুলিশ
তাকে উদ্ধার করে। পুলিশ সুপার সংবাদ সম্মেলনে বলেন, ওই তরুণী নিজ ইচ্ছায় প্রেমিকের সাথে চলে গিয়েছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে সে এসব তথ্য জানায়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে ওই তরুণীর বাবার অভিযোগ তার মেয়েকে জোর করে তুলে নিয়ে গেছে টুটুল। তাই সে থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০