রাজশাহীর দুর্গাপুরে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে চলছে ভোট গ্রহণ। এছাড়াও ভোটারদের বাধা ও হুমকি-ধামকি দেয়ার অভিযোগে ৯জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী ।
সকালে নওপাড়া ইউনিয়নের গোপালপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজন সহ মোট ৮ জন আহত হয়েছে।
আহতরা হলেন, মোঃ আমজাদ হোসেন (৪৬) মোঃ আছের প্রামানিক (৪০), মোঃ শহিদুল ইসলাম(৩৬) মোঃ মিঠুন আলী(২৬), অপরদিকে মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা হলেন, সান্টু( ২৫) নান্টু( ৩৫) রাজ্জাক (৫০) আব্দুল হাকিম(৪৫)। আহতদের দুর্গাপুর স্বাস্থ্য কেন্দ্রে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
গোপালপুর, পানানগর ও নান্দিগ্রাম দারুস সালাম আলিম মাদ্রাসা কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি ও হুমকি ধামকি দেয়ার অভিযোগে ৯ জনকে আটক করেছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
আটককৃতরা হলো: উপজেলার পানানগর নজিরের ছেলে শাকিল(২৪) মোটরসাইকেল প্রতীকের সমর্থক ও নান্দিগ্রামের নবীর উদ্দিনের ছেলে আতাহার আলী (৪২), সাইফুল(৪৫) সাইদুল(৪০) শরিফুল(৩২) শামীম(২৮) ফিরোজ(২৯) শাকিব (২৭)আতাউর সোহাগ(২৬)
সকাল থেকে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী এজেন্ট থাকলেও ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের এজেন্ট ছিলোনা।
সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত কোনো কেন্দ্রে ৩,৪, ৬,১২ ও ১৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
গোপালপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: মুস্তাফিজুর রহমান জানান, কেন্দ্রের বাহিরে প্রার্থীদের কিছু সমর্থকের মাঝে সংঘর্ষ ঘটে এতে কয়েকজন আহত হয়েছে। পরে আইনশৃংখলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সার্বিক বিষয়ে কথা বলা হলে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার স্বীকৃতি প্রামাণিক জানান, সকাল থেকেই সবগুলো কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। দু'একটি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ ও বিজিবি সহ যথেষ্ট পরিমাণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী মাঠে কাজ করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হবে।
উল্লেখ্য, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে (ঘোড়া) প্রতীক নিয়ে লড়ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মজিদ সরদার, আর (মোটরসাইকেল) প্রতীক নিয়ে লড়ছেন দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান শরিফ। এছাড়াও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেরা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের (টিউবওয়েল), শ্রমিকলীগ নেতা শামিম ফিরোজ (তালা) প্রতীক নিয়ে লড়ছেন।
এছাড়াও নারী ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম (ফুটবল) ও সাবেক ইউপি সদস্য কোহিনুর বেগম (কলস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৯৩৩ টি। এর মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৫১ টি আর নারী ভোটার ৭৯ হাজার ৮৮১ টি। এছাড়াও তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে ১টি।
বিএ...
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০