দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপরে প্রভাবশালীর ভূমি দখল ও হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার আলীপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে আসাদুল ইসলাম। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আসাদুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, গত ১৪ ডিসেম্বর বিকেল ৩ টার দিকে আলীপুর বাজারস্থল আমাদের নিজ সম্পত্তিতে ঘর নির্মাণকাজের জন্য ইট রাখি। ওই দিন বিকেল সাড়ে ৩ টার দিকে দুর্গাপুর থানার পুলিশ এএসআই লতিফ সহ কয়েকজন পুলিশ সদস্য আমার জায়গা থেকে ইট সরাতে বলে। আমি জিজ্ঞাসা করলে তারা বলেন, উপর
থেকে ওসি স্যারকে নির্দেশ দিয়েছে আমরা জায়গা ফাঁকা করতে এসেছি। আমি আমার জমির কাগজপত্র দেখাতে চাইলে এএসআই লতিফ আমার কাগজপত্র না দেখে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। জমিটি নিয়ে আমাদের বিরুদ্ধে মামলা ও করেছিলো। প্রতিপক্ষরা একই গ্রামের মান্নান চৌধুরীর ছেলে জাকির হোসেন ও মনির হোসেন চৌধুরী এলাকায় প্রভাবশালী হওয়াতে আদালতের রায় উপেক্ষা করে আমার জমিটি জোরপূর্বক দখল ও বিভিন্ন ভাবে হয়রানি করছে। জমিটি নিয়ে উপজেলার আলীপুর গ্রামের আব্দুল মান্নান চৌধুরী ২০১৬ সালে সহকারী জজ আদালত রাজশাহীতে সিদ্দিকুর রহমানকে বিবাদী করে একটি মামলা করেন। পরবর্তীতে ২২ আক্টোবর ২০২০ সালে আদালত আব্দুল মান্নান চৌধুরীর পক্ষেই রায় দেয় আদালত ও সীমানা নির্ধারণ করে দেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আসাদুল ইসলামের ভাই আশরাফুল ইসলাম, শরিফুল ইসলাম ও চাচা হায়দার আলী।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০