আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে আরও তিন হাজার সেনা পাঠালো যুক্তরাষ্ট্র। শুক্রবার এনবিসি নিউজকে এই তথ্য জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৩ কর্মকর্তা এবং ১ সেনা কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের আল কুদস বাহিনীর প্রধান, জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুর পর পরই এই সেনা পাঠানোর খবর সামনে আসে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ারস্ট্রাইকের সঙ্গে ওই সেনা মোতায়েনের কোনও সম্পর্ক নেই। আলজাজিরা
সেনা কর্মকর্তারা জানিয়েছেন, দূতাবাস এলাকায় নিরাপত্তা লঙ্ঘন ঠেকাতে এই সেনা মোতায়ন করা হয়েছে। ওই অঞ্চলে আগে থেকেই ৭৫০ জন মোতায়েন ছিলো। তাদের সঙ্গে যোগ দেবে নতুন সেনারা। এই সেনারা প্রায় ৬০ দিন সেখানে অবস্থান করবে বলে জানা গেছে।
এর আগে শুক্রবার সকালে ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন জেনারেল কাসেম সোলাইমানি। এর পরপরই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসসহ একাধিক শহরে নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শহরগুলোকে ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০