খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সিরাজগঞ্জ সদর উপজেলায় ভেজাল দুধ ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিসি কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে উপজেলার শিয়ালকোল ইউপির শ্যামপুর, চন্দিদাসগাঁতী, ছোনগাছা, বেজগাঁতী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।এ সময় শ্যামপুর গ্রামে মো. নজাব আলীর ছেলে নুরুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, সদরের বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং বাজারমূল্য স্থিতিশীল রাখার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে ।রোববার শ্যামপুরের দুধ ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া দুধের মান নির্ধারিত যন্ত্র দিয়ে পরীক্ষা করা হলে এতে ভেজাল পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহায়তা করেন ভেটেরিনারি সার্জন ডা. এসএম মাহমুদুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা, সদর সেনেটারি ইন্সপেক্টর দিপু চৌধুরী, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
খবর২৪ঘন্টা/এব