খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: ঘুষ লেনদেনের মামলায় পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমান মিজান ও দুদকের বরখাস্তকৃত পরিচালক এনামুল বাছিরের চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক পরিচালক এনামুল বাছির ও ডিআইজি মিজানের বিরুদ্ধে ঘুষ লেনদেন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকের একটি মামলায় এই দুই আসামির বিরুদ্ধে রোববার চার্জশিট অনুমোদন দিয়েছে বলে জানান দুদক সচিব মুহাম্মদ দিলওয়ার বখত।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, দুর্নীতি প্রতিরোধে অন্যান্য সময়ের চেয়ে কমিশন এখন অনেক বেশি কার্যকর। শুধু সাধারণের দুর্নীতি নয়, দুদক কর্মকর্তাদের দুর্নীতি রোধেও কমিশনের বিশেষ সেল গঠন করা হয়েছে। দুদকের প্রত্যেকটি কর্মকর্তার মোবাইল ফোন ট্র্যাক করা হয় এখন। যেই দুর্নীতি করুক না কেন কমিশনের হাত থেকে তাদের রেহাই নেই। উল্লেখ্য, গতবছর ডিআইজি মিজানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ এনে দুদক মামলা দায়ের করে। এই মামলায় ডিআইজি মিজান দুদকের তদন্ত প্রভাবিত করতে সংস্থাটির পরিচালক (সাময়িক বরখাস্ত) এনামুল বাছিরের মাধ্যমে নিজের পক্ষে নেওয়ার প্রয়াশ চালায়।
নিজের ক্ষমতার অপব্যবহার করে এনামুল বাছির ডিআইজি মিজানকে অর্থের বিনিময়ে সহায়তা করার অভিযোগে দুদক মিজান ও বাছিরকে আসামী করে আরও একটি মামলা করে। এই মামলার তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আজ চার্জশিট অনুমোদন করেছে দুদক।ডিআইজি মিজান ও দুদক পরিচালক এনামুক বাছিরের বিরুদ্ধে দায়ের করা এই মামলা তদন্তের ভার ছিলো দুদক পরিচালক শেখ মোঃ ফানাফিল্যা এবং মামলাটি তদারকি করেছেন দুদক মহাপরিচালক সাইদ মাহবুব খান।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০