করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। বুধবার সন্ধ্যায় আসা নমুনা পরীক্ষার ফলাফলে করোনাভাইরাস পজিটিভ হয়। তিনি গত ৭ ফেব্রুয়ারির করোনাভাইরাসের প্রথম ডোজ এবং ৮ এপ্রিল দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর থেকেই হালকা জ্বর আসে। ১২ এপ্রিল থেকে তীব্র জ্বর হয়। এরপর মঙ্গলবার নিজের এবং স্ত্রীর নমুনা পরীক্ষার জন্য জমা দেন বলে জানান।
বুধবার তার নমুনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে; তবে স্ত্রীর রিপোর্ট নেগেটিভ এসেছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০