দিনমজুর মোহাম্মদ হোসেনের (২৫) দু'টি কিডনি বিকল হয়ে গেছে। এখন জীবন বাঁচাতে সাহায্য চান তিনি। পুঠিয়ার তেলিপাড়ার ইব্রাহিম হোসেনের ছেলে তিনি।
ব্যক্তিগত জীবনে বিবাহিত মোহাম্মদ হোসেনের দু'টি কিডনি বিকল হয়েছে তিন মাস আগে। বাড়ির ভিটা ছাড়া কিছু নাই তার। বাবা মা ভাইয়েরা মিলে একত্রে বসবাস করেন তারা। মানুষের জমি কাজ করে সংসার চলে তাদের।
মোহাম্মদ হোসেন জানান, কিডনি বিকল হওয়ায় কাজেও যেতে পারছেন না তিনি। বর্তমানে চিকিৎসার খরচ জোগাড় করা কঠিন হয়ে পড়েছে তার জন্য। আত্মীয় স্বজনদের কাছে থেকে ধার দেনা করেছিলাম কিছু টাকা। তা দিয়ে পরীক্ষা নিরিক্ষা করাতেই সব শেষ হয়ে গেছে।
তার বাবা ইব্রাহিম হোসেন বলেন, তার ছেলের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। মানুষের জমিতে দিনমজুরি করে দিন অতিবাহিত করেন তারা। সংসার খরচ মিটিয়ে প্রয়োজনীয় ওষুধ কিনতে হিমসিম খেতে হচ্ছে তাদের। এ পরিস্থিতিতে বড় অংকের চিকিৎসা ব্যয় মেটানোর সামর্থ্য তাদের নাই। তাই তার ছেলের চিকিৎসার জন্য সকলের কাছে সহযোগিতা চান তারা।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০