চট্টগ্রাম নগরের পাঁচলাইশে মুরাদপুরের মোহাম্মদপুর এলাকার একটি বাড়ি থেকে এক নারী ও তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ অক্টোবর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রথমে দুই সন্তানকে হত্যা করা হয়। এরপর মা নিজেই আত্মহত্যা করেছেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির জানান, তিনটি মরদেহে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া ছিল। দুই শিশুর মধ্যে মেয়েটির বয়স ৭ বছর ও ছেলেটির ২ বছর বলে ধারণা করা হচ্ছে। বাড়িতে আর কাউকে পাওয়া যায়নি।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০