খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক:রেফারির সাথে অশোভন আচরণের দায়ে ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। যে কারণে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দুই ম্যাচ স্ট্যান্ডে কাটাতে হবে তাকে।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুলের দ্বিতীয় গোলকে কেন্দ্র করে গার্দিওলা রেফারির সাথে অশোভন আচরণ করেছিলেন। যে কারণে তাকে স্ট্যান্ডে পাঠিয়ে দেন স্প্যানিশ রেফারি এন্টোনিও মাতেও লাহোজ। প্রথম লেগে সিটিজেনরা ৩-০ গোলে পরাজিত হবার পরে দ্বিতীয় লেগে ২-১ গোলে পরাজিত হয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নেয়।
এদিকে, প্রথম লেগে এনফিল্ডে আসার সময় সিটিজেনদের বহনকারী বাসে হামলার অভিযোগে লিভারপুলকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। লিভারপুল সমর্থকরা সিটিজেনদের বাসে বোতল ও ক্যান ছুঁড়ে প্রতিবাদ জানিয়েছিল। এছাড়াও সিটির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ ও সেমিফাইনালে রোমার বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে ফায়ারওয়ার্কের কারণে লিভারপুলকে অতিরিক্ত ৯ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০