খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: মেহেরপুরের গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি আহমেদ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) মধ্যরাতে ঢাকার মেডিনোভা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রনি আহমেদ উপজেলার মহাব্বতপুর গ্রামের ময়নাল ব্যাপারীর ছেলে ও মেহেরপুর সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র।
নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, রনি আহমেদ সোমবার বেলা ১১টার দিকে মহাব্বতপুর গ্রাম থেকে মোটরসাইকেল যোগে বামুন্দী বাজারে যাওয়ার পথে গার্লস স্কুলের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকার মেডিনোভা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, ঘাতক মোটরসাইকেল চালকের সন্ধান করা হচ্ছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০