স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি বল মোকাবেলা কিংবা সবচেয়ে বেশি সময় উইকেটে থাকা- দুইটি রেকর্ডই দখলে রেখেছেন ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। অবসরের পর দ্রাবিড়ের পদাঙ্কই অনুসরণ করে চলেছেন তার ছেলে সামিত দ্রাবিড়।
বয়স মাত্র ১৪ কিন্তু ব্যাটিং যেনো ছাড়িয়ে যায় তার সমবয়সী অন্যদেরকে। যার প্রমাণ মেলে পরিসংখ্যানেই। মাত্র দুই মাসের ব্যবধানে স্কুল ক্রিকেটে দুইটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন জুনিয়র দ্রাবিড়, সামিত। প্রথমটা ২০১৯ সালের ডিসেম্বরে আর পরেরটা চলতি মাসের ১৫ তারিখ।
বিটিআর শিল্ড অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের ডিভিশন-২ এর গ্রুপ-১ এর ম্যাচে মালিয়া আদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে খেলছেন সামিত দ্রাবিড়। শনিবার এ টুর্নামেন্টেরই এক ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি।
তবে বাবার মতো রয়ে-সয়ে করা ব্যাটিংয়ে নয়, রীতিমতো ঝড় তুলেছেন সামিত। শ্রী কুমার চিল্ড্রেন একাডেমির বিপক্ষে ১৪৪ বলে ২৬ চার ও ১ ছয়ের ২০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। এ ইনিংসের কল্যাণে নির্ধারিত ৫০ ওভারে ৩৮৬ রানের বিশাল সংগ্রহ পায় সামিতের স্কুল।
জবাবে শ্রী কুমার একাডেমি অলআউট হয়ে যায় ২৫৪ রানে। ফলে ১৩২ রানের বিশাল ব্যবধানে জয় পায় মালিয়া আদিতি স্কুল। বল হাতেও ২টি উইকেট নেন দ্রাবিড় পুত্র। তার এ অলরাউন্ড পারফরম্যান্স সাড়া জাগিয়েছে ভারতের স্থানীয় ক্রিকেটে।
এর আগে গতবছরের ডিসেম্বরে এক ম্যাচে ২৯৫ রান করেন সামিত। ম্যাচের প্রথম ইনিংসে ২৫৬ বলে ২২ চারের মারে করেন ২০১ রান। পরে দ্বিতীয় ইনিংসেও তার ব্যাট থেকে আসে ৯৪ রানের ইনিংস। এছাড়া একই ম্যাচে বল হাতে সামিত শিকার করেন ৩টি উইকেট।
বয়সভিত্তিক ক্রিকেটে অবশ্য ২০১৫ থেকেই আলোচনায় রয়েছেন দ্রাবিড়পুত্র। মাত্র ১০ বছর বয়সেই অনূর্ধ্ব-১২ পর্যায়ে ক্রিকেটে খেলে মালিয়া আদিতি স্কুলকে তিনটি ম্যাচে জিতিয়েছেন সামিত। তিন ম্যাচেই তার ব্যাট থেকে আসে ম্যাচ জেতানো হাফসেঞ্চুরি।
এরপর ২০১৬ সালে ব্যাঙ্গালোর ইউনাইটেড ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে এক ম্যাচে ১২৫ রানের ইনিংস খেলেন সামিত। সে ম্যাচে বন্ধু প্রত্যুশের (১৪৩) সঙ্গে ২১৩ রানের জুটি গড়েন তিনি। ত্রিশ ওভারের সেই ম্যাচে ২৪৬ রানের বিশাল ব্যবধানে জিতেছিল সামিতের দল।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০