খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা ও ১৫ আগস্ট জন্মদিন পালনের অভিযোগে দায়ের করা দুই মামলার জামিন আবেদনের শুনানী আগামী ২৫ এপ্রিল ধার্য করেছেন আদালত।
খালেদা জিয়ার আইনজীবি এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আহসান হাবিবের আদালত আজ এই মামলার জামিনের শুনানীর জন্য ২৫ এপ্রিল তারিখ ধার্য করেন। পুরনো ঢাকার আলীয়া মাদ্রাসা মাঠে বিশেষ আদালতে শুনানী অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১২ এপ্রিল খালেদার আইনজীবি আদালতকে খালেদা জিয়ার কারাগারে থাকার বিষয়টি অবহিত করলে অপর বিচারক সেদিন একই তারিখ ধার্য করেছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০