খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: সবশেষ মৌসুম শেষ হয়েছে বেশিদিন হয়নি। তার উপর দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। দলবদল মৌসুমে তাই বড় দলগুলো রয়েসয়েই নতুন মুখ আনতে চাচ্ছে। কিন্তু ব্যতিক্রম ইংল্যান্ডের দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। দুটি ক্লাব ইতোমধ্যেই নিজেদের দলবদল শুরু করে দিয়েছে।
দলবদলের বাজারে বড় ক্লাবগুলোর মাঝে প্রথম ক্রেতা লিভারপুল। বর্তমান চ্যাম্পিয়নস লিগ রানার-আপরা মোনাকো থেকে ৪৩.৭ মিলিয়ন পাউন্ডে ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ফ্যাবিনহোকে নিজেদের দলে ভিড়িয়েছে।
অন্যদিকে লিভারপুলের চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডও ব্যসে থাকেনি। শাখতার দোনেতস্ক থেকে নিয়ে নিয়েছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেডকে। এ জন্য তাদের খরচ পড়েছে আনুমানিক ৫৩.৫ মিলিয়ন পাউন্ড। বিশ্বকাপের জন্য জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে থাকায় ম্যানচেস্টারে এখনো যেতে পারেননি ফ্রেড।
অন্যদিকে পর্তুগীজ ক্লাব পোর্তো থেকে ১৯ বছর বয়সী পর্তুগীজ রাইট ব্যাক ডিয়োগো ডালোটকেও সাইন করিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ পর্তুগীজ রাইট ব্যাককে আনতে তাদের খরচ পড়েছে ১৯ মিলিয়ন পাউন্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে পাঁচ বছরের চুক্তি হয়েছে ডালোটের।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০