নিজস্ব প্রতিবেদক : অবসরে যাওয়া দুই পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে সুসজ্জিত গাড়ীতে বিদায় দিয়েছে রাজশাহী জেলা পুলিশ। রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) এর উদ্যোগে এ বিদায় দেয়া হয়। আজ শনিবার দুুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ লাইন্সে কর্মজীবন শেষ করে রাজশাহী জেলা পুলিশ থেকে পিআরএল (অবসর উত্তর ছুটি) এ যাওয়া এসআই (নিরস্ত্র) তফিজ উদ্দীন ও এসআই (নিরস্ত্র) আব্দুল মজিদ শেখকে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে বিদায় জানান রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার এ বি এম মাসুদ
হোসেন বিপিএম (বার) স্যার । পুলিশ সুপার তাদের ফুলেল শুভেচ্ছা জানান ও পরিবারের খোঁজখবর নেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। বিদায়ী পুলিশ সদস্যরা তাদের অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, বিদায় বেলায় পুলিশ সুপারের উদ্যোগে এমন আনুষ্ঠানিক বিদায়ে আমরা অত্যন্ত গর্বিত ও সম্মানিত। এমন সম্মানজনক বিদায় পেয়ে তারা অশ্রুসিক্ত হয়ে যান এবং পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০