খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: মহামারি করোনা সংক্রমণ ঠেকাতে নানামুখী উদ্যোগ নেয়া হলেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। করোনাকালে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনের পাশাপাশি জনগণের সুরক্ষা নিশ্চিতে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা। গত দুই দিনেই পুলিশের ৬০৪ সদস্য আক্রান্ত হয়েছেন।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, রোববার (২৮ জুন) ২২২ সদস্য আক্রান্তের মধ্যে দিয়ে পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১০ হাজার ১৬০ জনে। পরদিন সোমবার (২৯ জুন) আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৫৮৫ জন। গত ২৪ ঘণ্টায় আরও ১৭৯ জন বেড়ে মঙ্গলবার (৩০ জুন) পুলিশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১০ হাজার ৭৬৪ জনে। যা একক পেশা হিসেবে সর্বোচ্চ।
পুলিশ বলছে, মহামারি করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে শুরু থেকেই চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কাজ করে আসছে বাংলাদেশ পুলিশ। যে কারণে দ্রুতই সংক্রমিত হচ্ছেন পুলিশ সদস্যরা। তবে মোট আক্রান্তের মধ্যে পুলিশের ছয় হাজার ৪৩৮ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
পুলিশ সদর দফতর ও বিভিন্ন ইউনিটের দেয়া তথ্য অনুযায়ী, একক হিসেবে বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদস্যরা সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে।
মোট আক্রান্ত ১০ হাজার ৭৬৪ জনের মধ্যে মঙ্গলবার পর্যন্ত ডিএমপিতে কর্মরতদের মধ্যে আক্রান্ত হয়েছেন দুই হাজার ২৮৪ সদস্য। সোমবার আক্রান্ত ছিল দুই হাজার ২৭৩ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ডিএমপির আরও ১১ সদস্য আক্রান্ত হয়েছে।
পুলিশ সদর দফতর থেকে জানানো হয়, আক্রান্তদের সংস্পর্শে আসায় ১১ হাজার ৩৯৫ সদস্যকে কোয়ারেন্টাইনে এবং চার হাজার ৪৩৮ সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে। সুস্থ হওয়া পুলিশ সদস্যদের অনেকেই জনগণের সেবায় আবারও কাজে যোগ দিয়েছেন। পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোর উন্নত ও মানসম্মত ‘চিকিৎসা ও সেবায়’ সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০