মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু ও লালপুরে পদ্মায় ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কির্তলী গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলো কির্তলী গ্রামের রাব্বি জোয়াদ্দারের ছেলে রিয়াদ হোসেন (৩) ও মাছুম মণ্ডলের ছেলে মেহেদী হাসান (৩)।
নিহত রিয়াদ হোসেনের বাবা রাব্বি জোয়াদ্দার জানান, বেলা ১১টার দিক থেকে রিয়াদ ও মেহেদীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্দেহের বশে বাড়ির পাশে আব্দুর রহমানের পুকুরে তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
গ্রামের হজরত আলী বলেন, ছাগলের পাতা কাটার জন্য ওই পুকুরপাড়ের একটি গাছে উঠেন। এসময় পুকুরে পানিতে শিশুদের পায়ের স্যান্ডেল ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। পরে পুকুর থেকে শিশুদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্দেহজনক কিছু না থাকায় শিশু দুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
লালপুর প্রতিনিধি জানান, নাটোরের লালপুরে পদ্মার পানিতে ডুবে মো. নাঈম (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাধবপুর পালপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের পিতা মো. নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে বন্ধুদের সাথে পদ্মা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে পানিতে ডুবে গেলে তার বন্ধুরা বাড়িতে খবর দেয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০