খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই গরু ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়েছে ডাকাতরা। সোমবার (২ মার্চ) রাতে উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গরু ব্যবসায়ী নাসির উদ্দীন (৫২) ও আব্দুর রহিম (৫০) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, আলমডাঙ্গা উপজেলার গোয়ালবাড়ি গ্রামের নাসির উদ্দীন ও রোয়াকুলি গ্রামের আব্দুর রহিমসহ বেশ কয়েকজন ডুগডুগি পশুরহাটে গরু বিক্রি করে নিজ গ্রামে ফিরছিলেন। রাত ৮টার দিকে কৃষ্ণপুর গ্রামের মাঠে পৌঁছালে ৮/১০ জন সশন্ত্র ডাকাত তাদের ঘিরে ধরেন। এ সময় ডাকাতরা এলোপাতাড়ি কুপিয়ে দুই গরু ব্যবসায়ীকে জখম করে টাকা লুট করে পালিয়ে যায়।
আহত গরু ব্যবসায়ী নাসির উদ্দীন জানান, ডাকাতরা তার কাছ থেকে ১ লাখ ৮২ হাজার টাকা ও রহিমের কাছ থেকে ২৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) গাজী শামিম জানান, ডাকাতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০