নিজস্ব প্রতিবেদক: ২০১৪ সালের মতো আর দীর্ঘমেয়াদী নয়, আন্দোলন শুরুর ২১ দিনের মধ্যেই সরকারের পতন ঘটানো হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রবিবার রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ থেকে মিনু এসব কথা বলেন।
এর আগে বেলা ১১টার দিকে নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন নেতাকর্মীরা। এসময় পুলিশ বাধা দেয়। পরে তারা সেখানেই সমাবেশ করেন।
মিজানুর রহমান মিনু বলেন, বিএনপিকে নির্বাচন থেকে দুরে সরিয়ে রাখতে সরকার ষড়যন্ত্র করছে। বিএনপি সব সময়ই নির্বাচনমুখী দল। কিন্তু দমন-পীড়ন চালিয়ে আওয়ামী লীগ নির্বাচন থেকে বিএনপিকে বাদ দেওয়ার চেষ্টা করছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে এবার আর ২০১৪ সালের মতো দীর্ঘমেয়াদী আন্দোলন হবে না। আন্দোলন শুরুর ২১ দিনের মধ্যেই সরকারের পতন ঘটানো হবে। ’
এসময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনও বক্তব্য রাখেন।
খবর ২৪ ঘণ্টা.কম/ রখা
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০