খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: দিল্লির মাদাম তুসো জাদুঘরে এবার বসতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির মূর্তি। এখানে শচীন টেন্ডুলকর, কপিল দেব, লিওনেল মেসির মতো ক্রীড়াবিদদের মূর্তি রয়েছে। রয়েছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মাধুরী দিক্ষিতের মতো বলিউড তারকারাও।
এবার এই তালিকায় বিরাটের নামও যুক্ত হতে চলেছে। এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যান তিনি। তাই নিজের শহরেই মূর্তি বসতে চলেছে ওয়ান ডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিকের।
সম্প্রতি লন্ডন থেকে বিশ্বখ্যাত শিল্পীরা দিল্লি উড়ে এসেছিলেন। তাদের সঙ্গে সময় পাড় করেন ডান-হাতি এই ব্যাটসম্যান। ২০০টিরও বেশি ছবি দেখে এই তারাকা ব্যাটসম্যানের প্রামাণ্য মূর্তি তৈরি করছেন শিল্পীরা।
যেভাবে ধৈর্য ধরে টিম ইন্ডিয়ার দলপতি সময় দিয়েছেন তাতে খুশি শিল্পীরা।
এ বিষয়ে ২৯ বছর বয়সী বিরাট বলেছেন, ‘মাদাম তুসোয় আমার মূর্তি বসতে চলায় সম্মানিত বোধ করছি। গোটা দলকে ধন্যবাদ। সিটিং সেশনের সময় তারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। এই অভিজ্ঞতা আমার সারাজীবন মনে থাকবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০