খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ঘরের ছেলে অবশেষে ঘরে ফিরল৷ কথায় কথায় বলেন, “ম্যঁয় দিল্লি কা লওন্ডা হুঁ”৷ তাঁর দেওয়া বেশিরভাগ সাক্ষাৎকারেই উঠে আসে দিল্লিতে কাটানো ছোটবেলার কথা৷
এবার আবারও ফিরে এলেন তিনি দিল্লিতে৷ তাঁর একান্ত আপন শহরে৷ তিনি হলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান৷ শহরে ফিরলেন তাও আবার মোমের পুতুল সেজে৷
খোলসা করে বলি? দিল্লির মাদাম তুসোতে তৈরি হল শাহরুখের ওয়্যাক্স স্ট্যাচু৷
তাই এখন রোমান্সের গন্ধে ম ম করছে দিল্লির মাদাম তুসো৷ করারই কথা৷ বাদশাহ যে এখন দিল্লির এই মিউজিয়ামে৷ মোমের মূর্তিটি দেখে মনে হচ্ছে তিনি স্বয়ং এসে হাজির এতটাই জীবন্ত লাগছে৷
উন্মোচন হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ভিড় উপচে পড়তে শুরু করল মিউজিয়ামের বাইরে৷ সেলফির ঝড় বয়ে গেল নিমেষে৷ শাহরুখের সেই আইকনিক পোজের পাশে দাঁড়িয়ে অনুরাগীদের উন্মাদনা বাড়তে থাকে রীতিমত৷
এখন এসআরকে কবে দিল্লির মাদাম তুসোতে সাক্ষাৎ দেবেন তারই অপেক্ষায় অগণিত মানুষ৷ আপাতত তিনি ব্যস্ত আনন্দ এল রাইয়ের ‘জিরোর’ শ্যুটিংয়ে৷
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০