করোনা শনাক্তের দিক দিয়ে একের পর এক রেকর্ড গড়ছে প্রতিবেশী দেশ ভারত। টানা দ্বিতীয় দিনের মতো একদিনে শনাক্ত দুই লাখ ছাড়ালো দেশটিতে। মৃত্যু প্রতিদিন ছাড়াচ্ছে হাজার। দ্বিতীয় ঢেউ সামলাতে অনেকটা বেসামাল দেশটি।
করোনা সংক্রমণের দিক থেকে ভারত এখন বিশ্বে দ্বিতীয়। প্রায় প্রতিদিনই আগের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে রেকর্ড ২ লাখ ১৬ হাজার। যা আগের দিন ছিল ২ লাখ ৭৩৯ জন।
এদিন মৃত্যু হয়েছে আরো ১১শ ৮৪ জনের, যা গত ১৮ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। গতকাল মৃত্যু হয় ১ হাজার ৩৮ জনের। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৭৪ হাজার ৩০৭ জনের প্রাণ গেলো।
এরপরও লকডাউনে যাচ্ছে না সরকার। তবে রাজধানী দিল্লিতে এক সপ্তাহের কারফিউ জারি করবে প্রশাসন। এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
ভারতে মোট করোনা রোগী ১ কোটি ৪২ লাখ ছাড়িয়েছে যা ব্রাজিলকেও ছাপিয়ে গেছে। এর মধ্যে সক্রিয় রোগী ১৫ লাখের বেশি। মোট মৃত্যু ১ লাখ ৭৪ হাজার ৩৩৫ জন।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০