দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাকিব হোসেন (২৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী সড়কের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হোসেন চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের ভাবকী গ্রামের দুলাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব হোসেন মোটরসাইকেল নিয়ে দিনাজপুর শহরে যাচ্ছিলেন। পথে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাখা গাছের গুঁড়ির সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে রাস্তার ওপর পড়ে যান তিনি। এ সময় ফুলবাড়ীগামী গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে হেলমেটসহ মাথা থেতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০