রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) দায়িত্ব নিয়েছেন নতুন কমিটির নির্বাচিত সদস্যরা। গত বৃহস্পতিবার রাতে এনটিভি কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়। যৌথসভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান পাপ্পু। প্রথম পর্বে বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান পাপ্পু আরটিজেএ’র নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি সংগঠনকে আরো গতিশীল ও ঐক্যবদ্ধ করার আহবান জানান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি জনাব
মেহেদী হাসান শ্রামল ও সাধারণ সম্পাদক জনাব মাইনুল হাসান জনিসহ নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের নবনির্বাচিত সহ-সভাপতি আমির ফয়সাল, কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান রুবেল, সদস্য রফিকুল ইসলাম ও রবিউল ইসলাম খোকন, বিদায়ী কমিটির যুগ্মসাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। পরে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরটিজেএ’র সভাপতি মেহেদী হাসান শ্যামল। সাধারন সম্পাদক মাইনুল হাসান জনির সঞ্চালনায় সভায় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০