নিজস্ব প্রতিবেদক :
“ খেলা ধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে মাঠে চল ” এই শ্লোগানকে সামনে রেখে সচেতন সোসাইটি ও টিকর উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে তিন দিন ব্যাপী মিনি ম্যারাথন ক্রিড়া প্রতিযোগীতার সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কে,এইচ টিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সোসাইটির নির্বাহী পরিচালক ক্রীড়া সংগঠক হাসিনুল ইসলাম। বিকেলে সমাপণী দিনে বিদ্যালয়ে মাঠে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেয়া শেষে প্রধান অতিথির বক্তব্যে হাসিনুল হক বলেন, খেলা ধুলায় মন ও শরীর দুটোই উজ্জীবিত থাকে। লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায়
অন্যায়, অপরাধ মুলক কাজ থেকে দুরে রাখে। তাই সচেতন সোসাইটি নিজ উদ্যোগে এসব খেলা ধুলার আয়োজন করে থাকে। যাতে করে যুবকরা বিপথগামী হয়ে না পড়ে। তিনি আরও বলেন, মাদক আজ শুধু যুবকদেরই ধ্বংস করছে না। মাদক আজ পুরো সমাজকেই ধ্বংস করছে। তাই মাদক প্রতিরোধে জনসচেতনতা বাড়িয়ে এটাকে নির্মূলে ঐক্যবদ্ধ ভাবে সামাহিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেণ, দামকুড়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, কে,এইচ টিকর মহা বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুস সালাম, ক্রীড়া শিক্ষক নজিবর রহমান প্রমুখ।
খবর ২৪ ঘণ্টা/আরএস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০