বিনোদন,ডেস্ক: সালোন খানের সঙ্গে কাজ করতে কে না চায়৷ বলিউডে অসংখ্য ছেলে মেয়ে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে পাড়ি দেয়৷ সঙ্গে এই আশাও রাখে যে দাবাং খানের ছবিতে এক সেকেন্ডের রোল হলেও চলবে৷
সেই সালামনের ছবিতে সুযোগ পেয়েও দুঃখপ্রকাশ করছেন এক অভিনেত্রী৷ সেই নায়িকার কথায়, সালমানের ‘দাবাং’ ছবিতে কাজ করা তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল৷ তাঁর উচিতই হয়নি সেই চরিত্রতে অভিনয় করার৷
২০০৯ সালে অনুরাগ কাশ্যপের ‘দেব ডি’ ছবি দিয়ে বলিউডে ধামাকেদার পারফরমেন্স দিয়েছিলেন মাহি গিল৷ ফিল্মফেয়ার ক্রিটিকস অ্যাওয়ার্ডের সেরা অভিনেত্রীর পুরষ্কারও পেয়েছিলেন৷ অভিনয় দক্ষতার নিজের জাত চিনিয়েছিলেন৷ ২০০৯-এ বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি পেল আরেক তাবড় অভিনেত্রী৷
এর আগে অবশ্য বলিউডে দুটি ছবি করেছিলেন৷ তবে তেমন জনপ্রিয়তা পাননি যতটা ‘দেব ডি’তে অভিনয় করে পেয়েছিলেন৷ তাঁর অভিনয়ে মুগ্ধ হয়ে একের পর এক প্রশংসার পুল বেঁধেছিল বিভিন্ন পরিচালক-প্রযোজকরা৷ ভালো চিত্রনাট্যও আসতে শুরু করে তাঁর কাছে৷ সেই সমস্ত চিত্রনাট্যের মধ্যে ‘দাবাং’র একটি ছোট চরিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি৷
আবেগের বসে বাকি সমস্ত ছবির অফার দূরে সরিয়ে ‘দাবাং’র নির্মলার চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নেন৷ ভেবেছিলেন সালমান খানের ছবি৷ বড়ো ব্যানারের প্রজেক্ট, তাঁকে দর্শক আরও বেশি করে চিনবে৷ কিন্তু ঘটে গেল হীতে বিপরীত৷ তাঁর সেই ছোট্ট চরিত্রটির তেমন গুরুত্বই ছিল না ছবিতে৷ বরং মাহিকে কেউ খেয়াল করল না৷ কেব দর্শকদের কাছ থেকে অসফলতা নয়, তাঁর কেরিয়ারও ধীরে ধীরে নীচের দিকে পড়তে শুরু করল৷
ছবিতে আরবাজ খানের বিপরীতে অভিনয় করে তিনি কত বড় ভুল করেছেন সেটা স্বীকার করেছেন সম্প্রতি৷ “‘দেব ডি’র পর আমি খুব প্রশংসিত হয়েছিলাম৷ পুরষ্কারও পেয়েছিলাম৷ অনেক পরিচালক-প্রযোজকরা আমায় তাঁদের ছবিতে চাইছিলেন৷ কিন্তু আমি তখন ‘দাবাং’ সাইন করি৷ আর সঙ্গে সঙ্গে সবকিছু দুঃস্বপ্নের মতো হয়ে গেল৷ প্রযোজকরা আমায় ছোটখাট রোল অফার করতে লাগল৷ আমি য় সেই সময় কতটা ভেঙে পড়েছিলাম বলে বোঝাতে পারব না৷ আমার সঙ্গে কী হচ্ছিল বুঝতেই পারছিলাম না৷”
তিনি আরও জানান, “আমার কেরিয়ারের পিক টাইম তখন৷ আর সেই সময় কেরিয়ারটা বন্ধ হয়ে গিয়েছিল৷ তবে পরে আমার কাছে ‘সাহেব বিবি ঔর গ্যাংগস্টার’র ফ্র্যাঞ্চাইজিটা আসে৷ তিগমাংশু ধুলিয়াকে আমি কীভাবে ধন্যবাদ জানাব জানি না৷ যখন কেউ আমায় মুখ্য ভূমিকায় কাস্ট করতে রাজি ছিল না৷ তখন তিগমাংশু আমার ওপর ভরসা করে৷ ছবিটা করার সময় আমরা কেউ ভাবিনি যে এত হিট করবে৷”
এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘সাহেব বিবি ঔর গ্যাংগস্টার থ্রি’ ২৭ জুলাই মুক্তি পেতে চলেছে৷ মাহি এবং জিমি শেরগিল ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত এবং চিত্রাঙ্গদা সিং৷
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০