খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনাভাইরাসে নয়, জ্বর-কাশি ও শ্বাসকষ্টে মারা গেছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুচিত্রা সরকার (২৬)। আইইডিসিআর থেকে নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ। সোমবার রাত ১০টায় রিপোর্টটি হাতে পেয়েছেন তিনি।
সুচিত্রা সরকার হরিরামপুরের বলড়া ইউনিয়নের বড়ইচড়া গ্রামের নিতাই সরকারের স্ত্রী। সিভিল সার্জন জানান, জ্বর-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত সুচিত্রাকে রোববার সকালে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মৃত্যু হয়।
তিনি কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। মৃত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা-তা নিশ্চিত হওয়ার জন্য ওই দিনই নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়।
পরে সেই পরীক্ষায় তার করোনাভাইরাস ধরা পড়েনি। ওইদিন বিকেলে সুচিত্রা সরকারকে প্রশাসনের ব্যবস্থাপনায় বাড়ির পাশের একটি জায়গায় মাটি চাপা দেয়া হয়েছে।
বাড়তি সর্তকতার জন্য সুচিত্রার পরিবারসহ আশপাশের কয়েকটি বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টাইন এবং বড়ইচড়া গ্রামকে লকডাউন ঘোষণা করে প্রশাসন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০