খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: কুখ্যাত গ্যাংস্টার ফারুক তাকলাকে এবার জালে পুড়ল সিবিআই৷ তাকলা আন্ডারওয়ার্ন্ড ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী৷ তাকে দুবাই পুলিশ ভারতের হাতে তুলে দিয়েছে৷ বৃহস্পতিবার দাউদ সহযোগীকে দেশে নিয়ে আসা হয়েছে৷
খবরে প্রকাশ, বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ এয়ার ইন্ডিয়ার এআই ৯৯৬ বিমানে করে তাকলা ও সিবিআই আধিকারিকরা মুম্বই বিমানবন্দরে নামেন৷ ফারুক তাকলা ১৯৯৩ সালের মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত৷ এছাড়া তার বিরুদ্ধে খুন, অপহরণ ও টাকা আদায়ের একাধিক অভিযোগও রয়েছে৷ দুবাইতে সে দাউদের অপরাধজগতের সিন্ডিকেট সামলাতো৷ তাকে এদিন মুম্বইয়ের টাডা আদালতে পেশ করা হবে৷
তাকলার গ্রেফতারির পিছনের হাত রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের৷ তার কূটনীতির দৌলতে দুবাই পুলিশ দাউদের ঘনিষ্ঠ সহযোগীকে ভারতের হাতে তুলে দিতে রাজি হয়ে যায়৷
এদিকে তাকলার গ্রেফতারের পর দাউদের আরও কাছে পৌঁছে গেল সিবিআই৷ ভারতের মোষ্ট ওয়ান্টেড অপরাধী দাউদ সম্ভবত পাকিস্তানে লুকিয়ে আছে৷ তাকে সবরকমের সাহায্য করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই৷ দাউদকে দেশে ফেরাতে সবরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতও৷
এদিকে বিশিষ্ট ক্রিমিনাল ল’ইয়ার শ্যাম কেশওয়ানি সম্প্রতি দাবি করেছেন, দেশে ফিরতে চায় ডন৷ কিন্তু তার কিছু শর্ত আছে৷ কেন্দ্রীয় সরকার অবশ্য সেই শর্ত মানতে রাজি নয়৷
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০