খবর২৪ঘন্টা স্পোটর্স ডেস্কঃ
মোহাম্মদ আশরাফুল এবং তার দল ঢাকা গ্লাডিয়েটর্সের ফিক্সিং-কাণ্ডের জন্যই ২০১৩ সালের পর বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দুই বছর পর আবারও নতুন করে শুরু হয় টি ২০ ফরম্যাটের এ জমকালো আসর। ফিক্সিং-কাণ্ডে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আশরাফুল এবার বিপিএলে ফিরছেন।
গত দুই আসরে তিনি প্লেয়ার্স ড্রাফটেই ছিলেন না। দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাওয়ায় খুশি এই ডানহাতি ব্যাটসম্যান। কাল ড্রাফটে চিটাগং ভাই কিংস তাকে দলে নেয়ার পর মুঠোফোনে আশরাফুল বলেন, ‘ভালো লাগছে। চেষ্টা করব ভালো কিছু করার। দলকে জেতাতে অবদান রাখতে চাই। এ দিনটির জন্য আমি অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলাম।’
তিনি বলেন, ‘আমি খুব খুশি একটা বিশেষ কারণে। আমি এমন দলে খেলতে চেয়েছি, যে দলে বিদেশি ও স্থানীয় তারকা তুলনামূলক কম। রংপুর, ঢাকা, কুমিল্লা ও খুলনার চেয়ে চট্টগ্রামে নামি তারকার সংখ্যা কম। কাজেই আমার বিশ্বাস, আমি খেলার সুযোগ পাব এবং নিজেকে মেলে ধরার জায়গাও বেশি থাকবে।’
বিপিএলের মাধ্যমেই আবার জাতীয় দলে ফেরার সম্ভাবনা দেখছেন আশরাফুল। তার বিশ্বাস এখানে ভালো করতে পারলেই জাতীয় দলে ফেরা তার জন্য সহজ হয়ে যাবে। তিনি বলেন, ‘ঢাকা লিগ, জাতীয় লিগ, বিসিএল খেললাম। আন্তর্জাতিক মানের এই টুর্নামেন্টটা খেলা হয়নি। এখানে বিদেশি খেলোয়াড়রা থাকে, খেলা সম্প্রচার হয়। যেহেতু আমার স্বপ্ন বাংলাদেশ দলে খেলা, তাই এখানে ভালো খেললে আমার সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে।’
রোববার ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বিপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। ড্রাফট শুরু করার আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রয়াত সাবেক সভাপতি আফজালুর রহমান সিনহাকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
খবর২৪ঘন্টা / সিহাব
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০