লা লিগা চ্যাম্পিয়ন হয়েই ২০২২-২৩ মৌসুম শেষ করেছিল বার্সেলোনা। আগামী ১৩ আগস্ট নতুন মৌসুম শুরু করবে কাতালান ক্লাবটি। প্রতিপক্ষ গেতাফে। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে গ্যালারিতে সমর্থকদের পাচ্ছে না বার্সেলোনা। দর্শকশূন্য মাঠেই লড়বে স্বাগতিক গেতাফের বিপক্ষে।
২০১৯ সালের একটি ঘটনায় শাস্তি পেয়েছে গেতাফে। স্পেনের সুপ্রিম কোর্টের নির্দেশনায় দর্শকবিহীন এক ম্যাচ খেলতে হবে ক্লাবটিকে। ফলে ম্যাচটিতে থাকবে না কোনো দর্শক। খবর স্প্যানিশ সংবাদমাধ্যমের।
ঘটনাবহুল ম্যাচটি গেতাফে খেলেছিল টেনেরিফের বিপক্ষে। ম্যাচ চলাকালীন সময়ে সমর্থকদের স্টেডিয়ামে শৃঙ্খলা ভঙ্গ ও সহিংসতার জন্য দোষী সাব্যস্ত হয় গেতাফে।
ওই ঘটনায় ক্লাবটিকে প্রথমে ১৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল। পরে লা লিগার সহিংসতা বিরোধী কমিটি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। আপিলের রায়ে এবার এক ম্যাচ দর্শকশুন্য মাঠে খেলার শাস্তি পেল ক্লাবটি। যা কার্যকর হবে লা লিগায় নতুন মৌসুমে ক্লাবটির প্রথম ম্যাচে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০