নিজস্ব প্রতিবেদক : দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে র্যাব-৫ রাজশাহীর পক্ষ থেকে শিক্ষা সহায়তা ও বই বিতরণ করা হয়েছে। আজ সোমবার নগরীর বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের মাঝে এ উপকরণ বিতরণ করেন। বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ১ জানুয়ারি ১১ জানুয়ারি পর্যন্ত র্যাব ফোর্সেস কর্তৃক ‘‘র্যাব সেবা সপ্তাহ’’ পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে র্যাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচীর মধ্যে এই বই বিতরণ করা হয়।
রাজশাহীর বিভিন্ন এলাকার দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা ও বই বিতরণ করা হয়। র্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল মোত্তাকিম এসপিপি, পিএসসি, জি উপস্থিত থেকে শিক্ষা সহায়তা ও বই বিতরণ করেন। এ সময় র্যাব-৫ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০