দক্ষ জনশক্তি তৈরীতে কাজ করছে সরকারঃ পলক - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৭, ২০২৫, ৭:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০১৮, ৩:০৮ পি.এম
দক্ষ জনশক্তি তৈরীতে কাজ করছে সরকারঃ পলক
নাটোর প্রতিনিধিঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলেছেন, বিদেশের মাটিতে বাংলাদেশের শ্রমশক্তির চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিদেশ গমেনিচ্ছু জনশক্তিকে দক্ষতা সম্পন্ন মানবসম্পদে রূপান্তরে কাজ করে যাচ্ছে সরকার। মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিকতর গুরুত্বারোপ করেছেন। বিদ্যুৎ, যোগাযোগ ও চিকিৎসা সেবা এখন মানুষের দোড়গোড়ায়।
আজ সোমবার নাটোরের সিংড়া উপজেলার শেরকোলে টেকন্যিক্যাল ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ সালাউদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার, সিংড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবীব রুবেল প্রমুখ।
গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ৩০ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে টেকন্যিক্যাল ট্রেনিং সেন্টারের নির্মাণকাজ চলতি বছরের শেষ নাগাদ সমাপ্ত হবে বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০