খবর ২৪ঘণ্টা ডেস্ক: দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে অন্তত চারজন নিহত ও আহত হয়েছেন আনুমানিক ৬২০ জন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে রাজধানী প্রিটোরিয়ার মাউন্টেইন ভিউ রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ‘নেটকেয়ার-৯১১’ নামের একটি জরুরি দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস লাইভ।
নেটকেয়ার-৯১১ নামের ওই জরুরি দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র শন হারবেস্ট জানিয়েছেন, আহতদের অবস্থা দ্রুত খারাপ হচ্ছে। বেশিরভাগ মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।
দক্ষিণ আফ্রিকা রেলওয়ের মুখপাত্র লিলিয়ান মোফোকেং বলেন, দুটি ট্রেন একই লাইন দিয়ে মোবাপোনে থেকে প্রিটোরিয়ার দিকে আসছিল। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। কেন এমন দুর্ঘটনা হলো তা অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় প্রায়ই এমন ট্রেন দুর্ঘটনা হয়। মহাদেশের সবচেয়ে বড় রেল যোগাযোগ নেটওয়ার্ক তাদের। গত অক্টোবরে জোহানেসবার্গ থেকে প্রিটোরিযায় যাওয়ার পথে দুই ট্রেনের সংঘর্ষে ৩২০ জন আহত হয়েছিলেন।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০