দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে জামাল শেখ (৪২) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।
গত শুক্রবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জামাল শেখের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ছয় বছর আগে জামাল শেখ দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে তিনি ব্যবসা শুরু করেন। ১০ দিন আগে স্থানীয় সন্ত্রাসীরা তার দোকানে গিয়ে চাঁদা দাবি করে। এসময় তিনি চাঁদা দিতে অস্বীকার করলে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীরা দোকানে এসে তাকে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের চাচা মিল্লাত শেখ বলেন, আমার ভাতিজা জামালকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই। তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চাই।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এই মর্মান্তিক ঘটনার খবর পেয়েছি। লাশ দেশে আনার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে।
সুত্র- আরটিভি
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০