নিজস্ব প্রতিবেদক :
ইংরেজী বর্ষবরণ থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজশাহী মহানগরীতে সকল প্রকার অস্ত্র, আতশবাজি, পটকা ফুটানো, বিষ্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। রোববার আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৩০ তারিখ বিকেল ৪টা থেকে ১ জানুয়ারী পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ ডিসেম্বর দিবাগত রাতে “থার্টি ফার্স্ট নাইট”(ইংরেজী বর্ষবরণ) উদ্যাপিত হবে। “থার্টি ফার্স্ট নাইট” (ইংরেজী
বর্ষবরণ) উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে। অনুষ্ঠান চলাকালে যে কোন স্বার্থান্বেষী মহলের নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধ এবং রাজশাহী মহানগর এলাকায় শান্তি-শৃংখলা রক্ষা, জনস্বার্থ, জনশৃংখলা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও নির্বিঘেœ “থার্টি ফাস্ট নাইট” উদ্যাপন করার স্বার্থে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৯ (ক), ২৯ (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় ৩০ ডিসেম্বর বিকেল ৪টা থেকে ১ জানুয়ারী সকাল ১০টা পর্যন্ত সকল প্রকার অস্ত্র, আতশবাজি, পটকা ফুটানো, বিষ্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০