আজ বুধবার বিএসটিআই, রাজশাহী’র উদ্যোগে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে জ্বালানী তেল পরিমাপে কম প্রদান করায় মেসার্স সালছাবিল ফিলিং স্টেশন, মেসার্স ট্রাক ট্যাংকলরী সমবায় ফিলিং স্টেশন, মেসার্স হাজী ফিলিং স্টেশন, মেসার্স বোয়ালিয়া ফিলিং স্টেশনের ত্রুটি পূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলো দিয়ে তেল সরবরাহ বন্ধ করে ৪টি নিয়মিত মামলা দায়ের করা হয়। এছাড়াও গত মঙ্গলবার বিএসটিআই, রাজশাহী’র উদ্যোগে রাজশাহী ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় পৃথক
দুইটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে জ্বালানী তেল পরিমাপে কম প্রদান করায় মেসার্স পেট্রোনাস ফিলিং স্টেশন, বেলপুকুর মেসার্স সালসাবিল ফিলিং স্টেশন, চাটমোহর, পাবনা এবং মেসার্স রুচিতা ফিলিং স্টেশন, নওহাটা, পবা, রাজশাহী’র তিনটি ফিলিং স্টেশনের ত্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটসমূহ বন্ধ করে দেয়া হয় এবং ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর আওতায় ৩টি নিয়মিত মামলা আদালতে দায়ের করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, এর আগে নগরীর কুমারপাড়ায় অবস্থিত গুলগোপপুর পেট্রোল পাম্পকে তেল কম দেয়া ভোক্তা অধিকার অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করে। এছাড়াও তাদের কাছে কৈফিয়ত তলব করা হয়। ওই পেট্রোল পাম্প থেকে সরকারী গাড়ীর তেল নেয়া হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০