নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিএসটিআই’র অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জয়পুরহাট সদরের বিভিন্ন এলাকায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বিস্কুট পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় মেসার্স সনি বেকারী, কলাবাগান, সদর, জয়পুরহাটকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্রতিক কুমার কুন্ডু এবং
সহযোগিতা করেন, বিএসটিআই রাজশাহীর কর্মকর্তা ইঞ্জিঃ রকিবুল হাসান রিপন, ফিল্ড অফিসার (সিএম) এবং কামরুল পলাশ, পরিদর্শক (মেট)। এছাড়াও একই দিনে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে মেসার্স কিসমত ফিলিং স্টেশন, এয়ারপোর্ট রোড, ওমরপুর, রাজশাহীর ৩ টি ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে তেল সরবরাহ কম দেয়ায় আদালতে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০