খবর ২৪ ঘণ্টা ডেস্ক:টিক টক অ্যাপে মাঝে মধ্যেই ভিডিও আপলোড করেন সানি লিওন। সম্প্রতি এক মহিলা ফ্যানের সঙ্গে নাচের ভিডিও পোস্ট করেছেন সেখানে। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও।
স্বপ্না চৌধুরির জনপ্রিয় গান ‘তেরি আখিঁয়া
কা যো কাজল’ গানে নাচছেন সানি লিওন। সেই নাচ এতটাই মজাদার যে ইন্টারনেটে
হু হু করে ছড়িয়ে পড়ছে।
ওই গানের সঙ্গে নাগিন ডান্সের স্টাইলে
নাচছেন সানি। পরণে কালো পোশাক। তবে এটাই প্রথমবার নয়, এর আগে নিজের ছবির
গান ‘লায়লা’তে নেচেও টিক টকে ভিডিও পোস্ট করেছেন সানি লিওন।
ডালের মেহেন্দির ‘বোলো তারা রারা’র ছন্দও পা মিলিয়েছেন সানি।
উল্লেখ্য, কয়েকদিন আগেই এই ‘তেরি আখিঁয়া কা যো কাজল’ গানে নাচতে দেখা গিয়েছিল দিল্লির এক আইপিএস অফিসারকে। ২০১৮ তে এই গানটি ইউটিউবে ট্রেন্ডিং হয়ে যায়। রজনীকান্তের ছবির ট্রেলারকেও হারিয়ে দিয়েছিল এই গান।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০