রাজধানীর গাবতলী সংলগ্ন আমিন বাজারের কয়লারঘাটে তুরাগ নদীতে ট্রলারডুবির ঘটনায় শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সকাল আটটা ৫০ মিনিটে ট্রলারডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল ঘটনাস্থলে যায়। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।
তিনি আরো জানান, ফায়ার সার্ভিস নিখোঁজ দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে। তাদের নাম-ঠিকানা জানা যায়নি। এখনো অন্তত চার জন নিখোঁজ রয়েছেন।
এদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ট্রলারটিতে ১৮ জন যাত্রী ছিলেন। ট্রলারটি ডুবে যাওয়ার সময় বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়েছেন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০