নাটোর প্রতিনিধি: বিশ্বের ১৩০টি দেশের মধ্যে ১০টি দেশের প্রকল্পের তৃতীয় স্থান অধিকারী হিসেবে জার্মানীর Transformative Urban Mobilitz Initiative (TUMI) Global প্রকল্পের আওতায় এসেছে সিংড়া পৌরসভা। আজ দুপুরে চুক্তি পত্র স্বাক্ষর করেন, সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস। এসময় প্রকল্পের উপদেষ্টা, অ্যাডমিন ও ফাইন্যান্স মনিরুজ্জামান সরদার, প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মাইকেল ব্যাডার, প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সাবাহ শামসী, সিংড়া পৌরসভার সচিব আঃ মতিন, পৌর প্রকৌশলী নুরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা বিনায়ক কুমার মানিক সহ প্রকল্পের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকল্পটিতে রয়েছে ১০টি অত্যাধুনিক ই-রিক্সা, ২টি ই-এ্যাম্বুলেন্স, একটি গ্যারেজ ও একটি কল সেন্টার। প্রকল্পটির মাধ্যমে সিংড়া পৌর এলাকার মধ্যে বসবাসকারী সকল পৌরবাসী জরুরী প্রয়োজনে বিনামূল্যে এ্যাম্বুলেন্সের সেবা পাবেন। এছাড়াও ই-রিক্সাগুলি ভাড়ায় চালিত থাকবে শহরের প্রতিটি ওয়ার্ডের রাস্তাগুলোতে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০