রাজশাহীর দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মলে বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৫ টার দিকে উপজেলার শ্যামপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা শ্যামপুর এলাকার মৃত. হুরমত আলীর স্ত্রী। জানা গেছে, ছাগলের জন্য গাছের পাতা কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী বল্টুর স্ত্রী শেফালী বেগমের সাথে কথা-কাটাকাটি হয়। পরে নিহত মলের বাড়িতে
এসে মারমুখী আচরণ করে শেফালী। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কা-ধাক্কি হয়। এতে করে মলে ঘটনাস্থলেই পড়ে গিয়ে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে দুর্গাপুর থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ও শেফালী ( ৪৫) কে সন্দোহভাজন ভাবে আটক করে। দুর্গাপুর থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। সন্দেহজনকভবে একজনে আটক করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০