খবর ২৪ ঘন্টা ডেস্ক :
সেমি ফাইনালে যাওয়ার লড়াইয়ের ম্যাচে প্রতিবেশী দেশ ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ। ভারত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৪ রান করে। জবাবে বাংলাদেশ ৩১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮৬ রানেই অলআউট হয়ে যায়। দলের ৮৬ রানের মাথায় ক্রিজে এসে বোল্ড আউট হয়ে ফিরে যান মুস্তাফিজ। সেই সাথে বাংলাদেশের সেমি ফাইনালে যাওয়ার স্বপ্নও শেষ হয়ে যায়। আগামী ৫ তারিখ পাকিস্তানের সাথে বাংলাদেশের খেলা রয়েছে। তবে সেটি হবে নিয়ম রক্ষার ম্যাচ। ভারতের সাথে হেরে বাংলাদেশের সেমি ফাইনালে খেলার আশা শেষ হয়ে যায়।
আজকের খেলায় ভারত বিনা উইকেটে ১৮০ রান তুলতে সক্ষম হয়। দলীয় ১৮০ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয়। এরপর আস্তে আস্তে ৫০ ওভার খেলে ভারত ৯ উইকেট হারিয়ে ৩১৪ রান তুলতে সক্ষম হয়। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে প্রথম উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে। পরে দুই উইকেটে ১১২ রান করে। তবে সাকিব আল হাসান আউট হয়ে যাওয়ার পর রানে ধীর গতি হয়ে যায়। সাকিব ও মুশফিকুর ভাল
খেললেও ব্যক্তিগত ২৪ রানের মাথায় ফেরেন মুশফিক। পরে সাব্বির ও সাইফুদ্দিন ম্যাচে ফেরালেও সাব্বির আউট হলে আবারো চাপের মুখে পড়ে বাংলাদেশ। মাশরাফি আউট হওয়ার পর রুবেল নয় রান করে ফেরেন এবং তার স্থলে মুস্তাফিজ এসে আউট হয়ে বাংলাদেশর খেলা শেষ হয়ে যায়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০