নিজস্ব প্রতিবেদক :
ময়লা-আবর্জনা, দুর্গন্ধে খারাপ অবস্থা হওয়া রাজশাহী মহানগরীর দৃশ্যপট আগামী তিন মাসেই পাল্টে যাবে। নগরীকে পরিস্কার-পরিচ্ছন্ন, ঝকঝকে-তকতকে করতে দায়িত্বগ্রহণের পর প্রথম দিনেই উদ্যোগ গ্রহণ করলেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটননগরীর ময়লা-আবজর্না ঠিকমতো পরিস্কার ও সরানোর জন্যে নির্দেশ দিয়েছেন মেয়র।তিন মাসেই মহানগরীকে পরিস্কার-পরিচ্ছন্ন, ঝকঝকে-তকতকে করতে আজ শনিবার বিকেলে নগরভবনের এনেক্স ভবনে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন লিটন। সভার সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিন। সভায় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কাছে মেয়র খায়রুজ্জামান লিটন জানতে চান, পরিস্কার-পরিচ্ছন্ন নগরীর গত ৫ বছরে কেন আবার ময়লা-আবর্জনায় খারাপ অবস্থা হলো। মেয়রের প্রশ্নের জবাবে কর্মকর্তা-কর্মচারীরা জানান, কাজে গত মেয়রের তদারিকা না থাকা, শ্রমিকরা নিয়মিত বেতন-ভাতা না পাওয়ায় কাজে অবহেলা, ময়লা-আবর্জনা সরানোর নির্দিষ্ট সময়
না থাকা, জনবল ও সরঞ্জাম সংকটের কারণে গত ৫ বছরে ময়লা-আবর্জনার ক্ষেত্রে রাজশাহীর বেহাল দশা হয়েছে। যথাযথ তদারকি হলে আগামী দুই/তিন মাসেই নগরীর চেহারায় পাল্টে দেয়া সম্ভব। মতবিনিময় সভায় মেয়র লিটন বলেন, আমি নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছি আগামী তিন মাসের মধ্যে পরিস্কার-পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা হবে। এটি আমি বাস্তবায়ন করতে চাই। এজন্য আপনারা ঠিকমতো কাজ করবেন। ভ্যানসহ যে যে সরঞ্জামের সংকট আছে, তা পর্যায়ক্রমে সমাধান করা হবে। মেয়র আরো বলেন, মতাদর্শ ও রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে। এটি আমি দেখবো না। আমি দেখবো কাজ। কাজের মানুষ কাজ করবে না, ফুলবাবু হয়ে থাকবে, এটি আমি আগেও বরদাশ করিনি, আগামীতেও করবো না। যে ভালো কাজ করবে, তার জন্যে থাকবে পুরস্কার। যে কাজ করবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।মতবিনিময় সভায় মেয়রের আহ্বানে আগামী তিন মাসের মধ্যে নগরীকে পরিস্কার-পরিচ্ছন্ন ও ঝকঝকে-তকতকে করার জন্য কাজ করার অঙ্গকার ব্যক্ত করেন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। মতবিনিময়
সভায় আরো বক্তব্য দেন সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও বর্তমান ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আযিম, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বর্তমান ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন প্রমুখশনিবার ছুটির দিন হলেও সকালে নগরভবনে ছুটে আসেন মেয়র লিটন। নগরভবনের বিভিন্ন দপ্তর ও কক্ষ পরির্দশন, কর্মকতা-কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং বিকেলে প্রায় চারঘন্টাব্যাপী বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়ের মাধ্যমে ব্যস্ততম প্রথম দিন পার করলেন মেয়র লিটন।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০