নিজস্ব প্রতিবেদক :
সরকারী চাকুরীর ক্ষেত্রে মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেড প্রদানসহ তিন দফা দাবিতে রাজশাহীতে মহানগরীতে অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান করেছে বঙ্গবন্ধু মেডিকেল
টেকনোলজিস্ট পরিষদ। রোববার বেলা ১১টার দিকে নগরীর সাহেব বাজার এলাকায় বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।
অন্য দুটি দাবি হলো, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড এর বাস্তবায়ন ও স্থগিতকৃত নিয়োগ দ্রুত চালু করা।
অবস্থান কর্মসূচীর পরে রাজশাহীর সিভিল সার্জন ডা. সঞ্জিত কুমার সাহার কাছে একটি স্মারলিপি প্রদান করেন তারা। সিভিল সার্জন স্মারকলিপি গ্রহণ করে দাবিগুলো কর্তৃপক্ষকে অভিহিত করববেন বলেও আশ^াস দেন। কর্মসূচীতে দপ্তর সম্পাদক রিজভী আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০