খবর ২৪ ঘণ্টা ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী ও চাঁদপুরের শাহরাস্তি এবং লক্ষীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে গতরাতে যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় দুই পথচারী এবং আজ সকাল ৯টার দিকে শাহরাস্তিতে বাসের ধাক্কায় সিএনজি- অটোরিকশার ৫ যাত্রী মারা গেছেন। এছাড়া রাস্তা পারাপারের সময় লক্ষীপুরে পিকআপ চাপায় মারা গেছে এক শিশু মাদ্রাসাছাত্র। এঘটনায় রাস্তা অবরোধ করেছে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
যাত্রাবাড়ী থানার ওসি ওয়াজেদ আলী জানান, গতরাতে ধলপুরে কমিউনিটি সেন্টারের সামনে একটি কাভার্ডভ্যান কামাল হোসেন (৪০) ও সামিরা (১৬) নামে দুই পথচারিকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। তিনি জানান, নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে বলেও জানান ওসি।
এদিকে চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস-সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- রনজিত চন্দ্র (৫২), ফকরুল ইসলাম (৭৫), আবুল কালাম (৬২), জান্নাতুল ফেরদৌস (২৮) ও রুমা (৮)।
রুমা জান্নাতুল ফেরদৌসের মেয়ে। আজ সকাল ৯ টায় শাহরাস্তির কাকৈরতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীরা জানায়, হাজীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাস করডোবা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ৪ যাত্রী নিহত হন। অপর অটোরিক্সার এক নারী যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
লক্ষীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের শাকচর এলাকায় পিকআপের চাপায় তৃতীয় শ্রেণীর এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। নিহত ইয়াছিন হামিদ মিয়াজী শাকচর এলাকার বাবুল মিয়ার ছেলে। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের মাদ্রাসার সামনে রাস্তায় গাছ ফেলে ঘন্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষক ও শিক্ষার্থীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ইয়াছিন সকালে মাদ্রাসায় যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় লক্ষ্মীপুর থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা পিকআপটি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় ইয়াছিন। পরে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।
এ ঘটনার পর বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা সড়কে গাছ ফেলে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে। এতে করে সড়কে চলাচলকারী যানবাহন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ^াস দিলে সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধ তুলে দেয়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০