খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ফাইনালের ম্যাচে তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। প্রথম তামিম-লিটনে শুভসূচনা হলেও দলীয় ২৭ রানেই ওয়াশিংটন সুন্দরের বলে উড়িয়ে মারতে গিয়ে হলেন সুরেশ রায়নার তালুবন্দী হলেন লিটন। পরের ওভারেই বাংলাদেশকে বিপদে ফেলে সাজঘরে ফিরতে হয়েছে তামিমকে। চাহালের বলে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি সীমান্তে শার্দুল ঠাকুরের ক্যাচে পরিণত হন তামিম। চার নম্বরে ব্যাট করতে নেমেই দলকে বিপদে ফেলে ধাওয়ানের ক্যাচ হয়ে ফিরলেন সৌম্য।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৩ রান।
এর আগে ইনিংসের প্রথম ওভারে উনাদকাটকে বাউন্ডারি হাঁকিয়ে ৯ রান তুলে নেন তামিম। দ্বিতীয় ওভারে তুলে নেন ৪ রান। তৃতীয় ওভারেই উঠেছে ১৩ রান।
নিদাহাস ট্রফির ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এই শিরোপার লড়াই। শিরোপা নির্ধারণী ম্যাচে টসভাগ্য ভালো হল না সাকিবের। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
২০ ওভারের ক্রিকেটে এই পর্যন্ত সাতবার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে একটিবারও জেতার সুযোগ হয়নি টাইগারদের। তাই হাইভোল্টেজ নিদাহাস ট্রফির ফাইনালে অষ্টম মুখোমুখিতে জয় তুলে নিতে মরিয়া বাংলাদেশ।
এর আগে চারবার ফাইনাল খেলে একবারও শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। আজ পঞ্চমবারের মতো যেকোনো ফরম্যাট, যেকোনো টুর্নামেন্টের ফাইনালে নামছে বাংলাদেশ।
শুরুতে ব্যাটিং পেয়ে স্কোরবোর্ডটা ভারী করতে চেয়েছেন সাকিব। টস শেষে তিনি বলেছেন, ‘এটা চাপের খেলা এবং বোর্ডে রান বেশি তুললে সহায়ক হবে। উইকেট খুব ভালো মনে হচ্ছে, আশা করি একই রকম থাকবে। আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আবেগ নিয়ন্ত্রণে রাখছে সবাই। চার ম্যাচেই আমরা জয়ের সুযোগ পেয়েছিলাম, কিন্তু ভারতের বিপক্ষে আমাদের সেরাটা খেলতে হবে। একই দল নিয়ে খেলব আমরা।’
ভারত এই আসরে পুরো শক্তির দল না। তারপরও রোহিত শর্মার নেতৃত্বে ফেভারিটের মতোই ফাইনালে উঠেছে তারা। প্রথম ম্যাচে হেরেছিল শ্রীলঙ্কার কাছে। তারপর টানা তিন ম্যাচ জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে তারাই। তাদের দুই-তিনজন ব্যাটসম্যানের সাথে দুই-তিনজন বোলারও আছেন ফর্মে।
বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ।
ভারত দল:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, লোকেশ রাহুল, মনিশ পান্ডে, দিনেশ কার্তিক, বিজয় শঙ্কর, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, জুজবেন্দ্র চাহাল, জয়দেব উনাদকাট।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০