খবর ২৪ ঘণ্টা ডেস্ক:বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ভবনের বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলাম ও ভবনের জমির মালিক প্রকৌশলী এসএমএইচআই ফারুকের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ডিবি পুলিশের পরিদর্শক জালাল উদ্দিন রোববার অভিযুক্তদের আদালতে উপস্থিত করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে তাদের দুইজনের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলায় তাসভির উল ইসলাম ও এসএমএইচআই ফারুকের বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে মামলাটি করেন।
শনিবার দিবাগত রাতে তাসভির উল ইসলাম ও এসএমএইচআই ফারুককে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রাতেই মামলার তদন্তভার ডিবি পুলিশকে দেয়া হয়।মামলার নতুন তদন্ত কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর জালাল।
এই ঘটনায় এজাহারধারী আসামি রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি।
গত বৃহস্পতিবার বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের পাশের ১৭ নম্বর সড়কে ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারের ভয়াবহ আগুনে ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৩ জন।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০