খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: দল জিততে থাকলে সাধারণত উইনিং কম্বিনেশন ভাঙা হয় না। কিন্তু আজ নিদাহাস ট্রফিতে ভারতের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
আজকের একাদশে তাসকিনের পরিবর্তে দেখা যাবে বিপিএল মাতানো তারকা আবু হায়দার রনিকে। পেসার তাসকিন আহমেদের জায়গায় রনির অন্তভুক্তির বিষয়টি একটি অনলাইন সংবাদ মাধ্যমকে জানায় জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
মূলত সাব্বির আর তাসকিনের বাজে পারফরম্যান্সের কারণেই একাদশ নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজম্যান্টকে। তবে সাব্বিরের ব্যাপারে নমনীয় বিসিবি। কারণ, ভারতের বিপক্ষে সাব্বিরের মত অভিজ্ঞতাসম্পন্ন ব্যাটসম্যান দরকার। তাই সাব্বিরের চিন্তা বাদ দিয়ে তাসকিনের পরিবর্তে নামানো হতে পারে রনিকে।
ভারতের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্য সাড়ে সাতটায়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০