খবর ২৪ঘণ্টা ডেস্ক: শরীয়তপুর-৩ আসনে বিএনপির ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করা মিয়া নুরুদ্দিন অপুকে গেপ্তার করা হয়েছে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। চিকিৎসাধীন থাকায় হাসপাতালেই রাখা হবে তাকে। অপু বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সাবেক এপিএস।
সূত্র মতে, নির্বাচনের আগে রাজধানীতে ৮ কোটি টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। গত ২৫শে ডিসেম্বর রাজধানীর মতিঝিল থেকে ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক উদ্ধার করে র্যাব। এই টাকা ভোট কেনার জন্য বহন করা হয়েছে- এমন অভিযোগে সেদিন তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- আমদানি-রফতানি ও ঠিকাদারি কোম্পানি ইউনাইটেড কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দার (২৪), আমেনা এন্টারপ্রাইজের ঝালকাঠি অফিসের ব্যবস্থাপক আলমগীর হোসেন (৩৮) এবং একই গ্রুপের জিএম (অ্যাডমিন) জয়নাল আবেদীন (৪৫)।
গ্রেপ্তারের দিন র্যাব জানায়, গ্রেপ্তার আলী হায়দারের কাছে প্রায় ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক পাওয়া গেছে। এই টাকার সঙ্গে ছিলো তারেক রহমানের ছবিসংবলিত মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর প্রচারপত্র।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০