খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপির পদত্যাগপত্র গ্রহণ করেনি আওয়ামী লীগ। গণমাধ্যমকে এ তথ্য জানান, দলটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শম রেজাউল করিম।
তিনি বলেন, ব্যারিস্টার তাপস পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। তবে পার্টির সিদ্ধান্ত ও সকলের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সচিব হিসেবে বহাল থাকছেন তিনি।
রোববার ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর একটি পদত্যাগপত্র পাঠান শেখ ফজলে নূর তাপস।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের মধ্যে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সভাপতি-সম্পাদকসহ ১০টি পদে জয়লাভ করেন। আর সরকার সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ মাত্র ৪টিতে জয়লাভ করে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০